পটিয়ায় মহান বিজয় দিবসে বীর শহীদের প্রতি জাতীয় পার্টি শ্রদ্ধা নিবেদন

পটিয়ায়  মহান বিজয় দিবসে বীর শহীদের প্রতি  জাতীয় পার্টি শ্রদ্ধা নিবেদন
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন  পটিয়া জাতীয় পার্টি নেতা কর্মীরা। বিজয় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা ও  পৌরসভা  জাতীয় পার্টি যৌথ  উদ্যেগে এক আলোচনা সভা দলীয় কার্য়লয়ে উপজেলা জাপার সভাপতি রফিক আহমদ চেয়ারম্যান এর সভাপতিত্বে ও পৌর জাপা'র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জাতীয় পার্টি সভাপতি সাবেক পটিয়া পৌরসভার মেয়র

 মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার।বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক পটিয়া পৌরসভার সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, দক্ষিণ জেলা জাতীয় পার্টি নেতা মোঃ নাছির উদ্দীন, দক্ষিণ জেলা কৃষক পার্টি সভাপতি মাহবুবুর রহমান,জাতীয়  স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য সেলিম চৌধুরী, জাপার নেতা রমজান মুন্সি, মনির আহমদ চেয়ারম্যান,  জসিম উদ্দিন বাবর,  আমিন ফারুকী, নুরচ্ছফা,জালাল, নুরুল ইসলাম গান্ধী,মোঃ ইউসুফ, ছৈয়দুল আরেফিন প্রান্ত,মোরশেদ, আবদুল হক সওঃ,  নুর নবী সওঃ,দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজ আহবায়ক এম এখন জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইয়াসিন, পটিয়া উপজেলা আহবায়ক রবিউল হাসান, সাফি,আকাশ, নয়ন,বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ