গোপালপুরে চোর অপবাদে যুবককে রাতভর নির্যাতন করায় থানায় অভিযোগ



টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ভূটিয়া এলাকার আবু হানিফের পুত্র আলমগীরকে চোর সন্দেহে রাতভর নির্যাতন করে জখম করার অভিযোগ উঠেছে।   আবু হানিফ মধুপুর পৌর এলাকার মালাউড়ী গ্রামে পাট্সের দোকান পরিচালনা করেন।  আবু হানিফ জানান  গত শুক্রবার দিন সকালে ভূটিয়া গ্রামের আসাদ তাকে ডেকে নিয়ে মোটর সাইকেলে তুলে  ভূটিয়া গ্রামের মমীন্দ্র শীলের বাড়ীতে নিয়ে নামিয়ে দেয়। 
আবু হানিফ জানান, গত বৃহস্পতিবার রাতে আমার ছেলে আলমগীরকে ভূটিয়া গ্রামের রণজিৎ শীলের ছেলে গোবিন্দ শীল, বাবলু শীল, দুলাল শীল  ষড়যন্ত্র করে আমার ছেলেকে চোর হিসেবে ফাসানোর জন্য আমাদের বাড়ীর রান্না ঘরে ঠিলা, পাতিল,থাল, চামিচ রেখে যায়। পড়ে রাতে আমার ছেলে আলমগীরকে ডেকে নিয়ে তার উপর রাতভর অমানবিক নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্হানে বাইরাইয়া এবং প্লাস দিয়ে  পায়ের আঙ্গুল চেপে ধরে বলে স্বিকার কর তুই চুরি করেছিস। আলমগীর স্বীকার না করায় রাতভর তার উপর চলে অমানবিক এ নির্যাতন। প্লাস দিয়ে চেপে আলমগীরের পায়ের আঙ্গুল থেতলিয়ে রক্তঝরা জখম করেছে বলে কান্না বিজড়িত কন্ঠে তার পিতা আবু হানিফ এ কথা গুলো জানান। তিনি আরও জানান  জোড় বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে এবং ৫৫ হাজার টাকা দাবী করেছে  বিবাদী পক্ষ।এদিকে তার ছেলে আলমগীরের অবস্হা আশংকাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে গোপালপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে আলমগীরের পিতা আবু হানিফ বাদী হয়ে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ