নড়াইলে ইতনা ওয়েল উইসার’স ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মো: আজিজুর বিশ্বাস নড়াইল থেকেঃনড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল ১১ টায় উপজেলার ইতনা ইউনিয়ন ওয়েল উইসার’স ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সভাপতি ক্যানাডা প্রবাসী পুজা ব্যানার্জী এবং সংগঠনের প্রধান উপদেষ্টা পাপিয়া ব্যানার্জীর সহযোগিতায় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসাবে এই কম্বল এবং জিন্সপ্রান্ট বিতরণ করা হয়।

ইতনা কমিউনিটি সেন্টারে এসময় ইতনা ওয়েল উইসার’স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ আলামিন এর পরিচালনায় উপস্হিত থেকে কম্বল বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা ও নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, প্রাক্তন শিক্ষক মিনা রাজিব উদ্দিন আহমেদ, শিক্ষক আতাউর রহমান ফিরোজ,সাংগঠনিক সম্পাদক সুমিত ব্যানার্জী প্রমুখ। এ সময়  ইতনা ওয়েল উইসার’স ফাউন্ডেশনের সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।  


নিরাপদ সড়ক ও রেলপথ বাস্ত্যবায়ন পরিষদের পক্ষ থেকে মপসংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম পথশিশুদের জিন্স প্যান্ট বিতরণ করেন এবং উপস্হিত সবাইকে মাস্কও বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ