আব্দুর রাজ্জাক, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:আসন্ন পৌরসভা নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভা নির্বাচনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জনাব আতাউর রহমান আতা। সাবেক উপজেলা চেয়াম্যান মানিকগঞ্জ সদর।
গত সোমবার (৩০ নভেম্বর) কেন্দ্র থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন বলে নিশ্চিত জানা যায়,জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান।
আতাউর রহমান আতা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । তিনি সাবেক সফল সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবিন রাজনৈতিক ব্যক্তি
এদিকে জেলা বিএপির পক্ষ থেকে আতাউর রহমান আতা ছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন যাদু ও ছাত্রদলের সাবেক ভিপি ফারজানা জোবাইদা সিমকীর নাম প্রস্তাব করা হয়েছিল।তাদের মধ্যে থেকে জনাব আতাউর রহমান আতা দলীয় মনোনয়ন পেয়েছেন।