কলিন চন্দ্র (ইতু)রায় ঠাকুরগাঁও
প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈলে সুইডেন প্রবাসী বিশিষ্ট কবি ও সাহিত্যেক জনাব আলমগীর হোসেনের সহযোগিতায়এবং বাংলাদেশ জয়ভীম ছাত্র- যুব ফেডারেশনের আয়োজনে দলিত, হরিজন ও শীতার্থদের মাঝে ৭০ টি কম্বল বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের তেঘোড়িয়া এলাকায় কম্বল বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সন্মানিত সভাপতি প্রসেনজিত দাস মলয় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: রেজাউল করিম ( রেজা) ও আবু বক্কর সিদ্দিক রানা আরও উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। এসময় কম্বল সহায়তা নিতে আসা ব্যাক্তিরা বলেন, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুুব ফেডারেশনের সন্মানিত সভাপতি প্রসেনজিত দাস মলয় আমাদের জন্য যা করে যাচ্ছেন আমরা কোনদিন ভূূলবোনা আর আমাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন। আমরা এই শীতের দিনে কেমন আছি সেসব বিষয়ে খোঁজখবর রাখছেন। আজকে আমাদের শীতের জন্য কম্বল সহায়তা দিয়েছেন। তাই আমরা সুইডেন প্রবাসী বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আলমগীর হোসেনের জন্য সুস্বাস্হ কামনা ও দীর্ঘায়ু কামনা করছি।
