মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ র্যাব-১২ বগুড়া ক্যাম্পের বগুড়া জেলার শহরের মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (৩৩) পিতা-মোঃ আব্দুল মালেক।
সাং-সাতগাড়ি, মোঃ স্বজল হোসেন (২৬)পিতা-মোঃ আতিকুর রহমান, সাং-ইসলামপাড়া উভয় থানা ও জেলা-চুঁয়াডাঙ্গা'কে সর্বমোট= ২৬ কেজি গাঁজা, ০১টি পাথর ভর্তি ১০ চাকা বিশিষ্ট ৩/৪ ডাউন সাইজের ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭১২) ০২ টি মোবাইল, ০৩টি সীমকার্ডসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনঃ নড়াইল ডিবি পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার