মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী এস এ আকাশ এর গানের নতুন মিউজিক ভিডিও তৈরি করেছে পরিচালক জিসান রহমান। তাদের তৈরি মিউজিক ভিডিওর নতুন গানটি হল- "মায়ার বাঁধন " শিরোনামের। গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী এস এ আকাশ।গানের কথা লিখেছেন রবীন্দ্র গোপ, সুরকার এস এ আকাশ এবং মিউজিক কম্পোজ করেছেন মুশফিকুর লিটু। গানটির মিউজিক ভিডিও গল্প লিখেছেন এস এ আকাশ ।মায়ার বাঁধন গানটির মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নতুন বছরের জানুয়ারি (২০২১)।
এছাড়া গানটির বিষয়ে জানতে চাইলে পরিচালক জিসান রহমান সাংবাদিক মিঠুন কুমার রাজ এর কাছে বলেন কন্ঠশিল্পী এস এ আকাশ নিজেই এই গানের মূল চরিত্রে মডেলিং করছেন এবং তার সাথে নবাগত চলচ্চিত্র অভিনেত্রী দেবশ্রী হালদার । আমি অনেক আশাবাদী এই গানটি সবার ভালোলাগবে।বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল রেখেই মিউজিক ভিডিওটি নির্মাণ করার চেষ্টা করেছি। শিল্পী এস এ আকাশ এবং নবাগত নায়িকা দেবশ্রী হালদার অনেক ভালো অভিনয় করেছে। তাছারা গানটির চমৎকার সিনেমাটোগ্রাফি করেছেন ইস্তিহাক আহমেদ বাবু এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সহকারী পরিচালক জাহিদ খান নয়নকে। কিছু দিন আগে শুটিংয়ের কাজ শেষ করে ইডেটিং শুরু করি এবং আগামী নতুন বছরকে স্বাগত জানাতে "মায়ার বাঁধন" গানটি রিলিজ হবে।
এদিকে গানের কন্ঠ শিল্পী এস এ আকাশ বলেন,আমার এই গানটি অবশ্য আপনাদের অনেক ভালো লাগবে।আমি মায়ার বাঁধন গানটি আমার প্রিয় শ্রোতাদের মাজে উৎসর্গ করেছি।এ গানটির গল্পও আমি নিজেই লিখেছি। আপনারা সকলে গানটি দেখবেন। আশা করি ভালো লাগবে।

Valo Hoby
জবাব