ফরকেরহাট বাজারের বণিক সমিতি নির্বাচনে দোয়া প্রার্থী


মোঃআকাশ সরকার,কুড়িগ্রাম প্রতিনিধিঃআসছে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ইং রোজঃবূহস্পতিবার ফরকেরহাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে""সাংগঠনিক সম্পাদক"" পদে তরুন,শিক্ষিত,অসহায়  মানুষের পাশে দাড়ানো সৎ নির্ভীক, নেতা এফ,এম টেলিকম এর মালিক মোঃ

আব্দুল খালেক সরকার( বি.এ)..সবার কাছে দোয়া চেয়েছে। মোঃআব্দুল খালেক সরকার বিভিন্ন সেবা মুলক কাজ করে থাকে।তিনি মহামারী করোনা ভাইরাসে মানুষের মাঝে সচেতনামৃলক প্রচার প্রচারণা, মানুষের মাঝে মাস্ক বিতারণসহ নানা মুখী পদক্ষেত নিয়েছিলেন।জনাব মোঃআব্দুল খালেক সরকার বলেন,,ফরকেরহাট বাজার বণিক সমিতির নিবাচনে জয়ী হলে,, তিনি ফরকেরহাট বাজারের সাবিক উন্নয়ন থেকে শুরু যাবতীয় সকল সমস্যা দৃর করবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ