কুষ্টিয়া খোকসা পৌরসভার ৯ কেন্দ্রের চুড়ান্ত ফলাফল

কুষ্টিয়া জেলা প্রতিনিধি // কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচ‌নের চূড়ান্ত ফলাফল। নৌকা- ৯৩৭২ ভোট
ধানের শীষ - ১৫৮৩ ভোট
১ নম্বার কেন্দ্রে নৌকা পেয়েছে - ১১১৬ ভোট ; ধানের শীষ পেয়েছে - ২৮ ভোট।
২ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ১৩১৪ ভোট ; ধানের শীষ পেয়েছে - ৩৬ ভোট।
৩ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ১২২১ ভোট ; ধানের শীষ পেয়েছে - ১৬৭ ভোট।
৪ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ৯৪৪ ভোট ; ধানের শীষ পেয়েছে - ১৫৫ ভোট।
৫ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ৭৯২ ভোট ; 
ধানের শীষ পেয়েছে - ২৫৭ ভোট।
৬ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ৮৫৭ ভোট ; ধানের শীষ পেয়েছে - ৩৭৫ ভোট।
৭ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ৮৭৩ ভোট ; ধানের শীষ পেয়েছে - ১৪৪ ভোট।
৮ নম্বর কেন্দ্রে নৌকা পেয়েছে - ১২৬৯ ভোট ; ধানের শীষ পেয়েছে - ২১৪ ভোট।
৯টি কেন্দ্রের ফলাফল 
নৌকা- ৯৩৭২ ভোট
ধানের শীষ - ১৫৮৩ ভোট

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচ‌নে ফলাফল। নৌকা মার্কার প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছে ধানের শীষ প্রতীক কে আবারও নৌকার মাঝি হলেন তারিকুল ইসলাম তারিক

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ