আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃআসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) বিকাল ৩ টায় কাটিয়াস্থ পাবলিক স্কুুল এন্ড কলেজ মিলনায়তনে,
পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক পৌর কাউন্সিলর প্রার্থী শেখ জুলফিকার রহমান উজ্জ্বল প্রমুখ।
বক্তারা আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক কে বিজয়ী করার আহ্বান জানানো হয়।