প্রেস বিজ্ঞপ্তিঃ এই প্রথমবারের মতো SATKHIRA BUSINESS GALLERY পক্ষ থেকে অসহায় স্বামীপরিত্যক্ত বিধবা নারীদের জন্য ফ্রী পার্লার ট্রেনিং এর উদ্যোগ গ্রহণ।
সাতক্ষীরা বিজনেস গ্যালারির পক্ষ থেকে ও বধুয়া বিউটি পার্লারের আয়োজনে ২০ দিনের জন্য অসহায়, স্বামী পরিত্যাক্তা বিধবা নারীদের ফ্রী পার্লার ট্রেনিং শেষ করার পর
১৫ জন নারিকে আজ ২৩/০১/২০২১ সার্টিফিকেট প্রদান করা হলো,,
অনুষ্ঠানটি আয়োজন করেছেন বধুয়া বিউটি পার্লারের ওনার ও সাতক্ষীরা বিজনেস গ্যালারির এডমিন রোটারিয়ান সিনথীয়া নির্ঝর তানিয়া, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, বাংলাদেশ মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা,এডভোকেট লিমা, গ্রুপের মডারেটরবৃন্দ সহ অনেকে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেছেন এই প্রথমবারের মতো সাতক্ষীরাতে অসহায় হতদরিদ্র নারীদের নিয়ে নতুন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন সিনথীয়া নির্ঝর তানিয়া আমরা তানিয়াকে কৃতজ্ঞতা জানাই ও সকল প্রকার সহয়তার আশা প্রকাশ করেন অতিথিবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানে গ্রুপের এডমিন সিনথীয়া নির্ঝর তানিয়া বলেন আমি আরো বেকারত্ব অসহায় নারীদের জন্য বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকের কর্মসংস্থান তৈরি করে দিতে চাই যাতে করে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরো অন্য অন্য ট্রেনিং গুলো দিতে পারি।
অনুষ্ঠানের শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তী ঘোষণা করেন।