ছুটিপুর ব্র্যাক ইউপিজি কর্মসূচীর আওতাধীন পলুযা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 ছুটিপুর ব্র্যাক ইউপিজি কর্মসূচীর আওতাধীন পলুযা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র মাস্ক ‍ বিতরন

স্টাফ রিপোর্টারঃ  ছুটিপুর ব্র্যাক ইউপিজি কর্মসূচীর  আওতাধীন  পলুযা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ৮ ই জানুয়ারী শুক্রবার বিকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার  মোহাম্মদপুর মোড়ে  নূর মোহাম্মদ প্রি ক্যাডেট স্কুল  এর মাঠে   ছুটিপুর ব্র্যাক ইউপিজি কর্মসূচীর  আওতাধীন  পলুযা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র ৫০ পরিবারে মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কমিটির  সভাপতি আবুতালহা শিলু, সেক্রেটারী ইউসুফ আলী, সদস্য প্রদর্শক ইয়াছিন আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, শাখা ব্যবস্থাপক,ইউপিজি কর্মসূচী ছুটিপুর শাখা, আরোতি রানী,কর্মসূচী সংগঠক,  ইউপিজি কর্মসূচী ছুটিপুর শাখা, রোকেয়া খাতুন  কর্মসূচী সংগঠক,  ইউপিজি কর্মসূচী ছুটিপুর শাখা, 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ