হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি'র পক্ষ থেকে শীতার্থ অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন বিএনপি'র ভাইস চেয়াম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নে ৫শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছামসুল ইসলামের সভাপতিত্বে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হক, মহিলা ভাইস চেয়াম্যান পারুল নাহার সহ বিএনপি ও অঙ্গ সগযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।