মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় দিনাজপুর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আযোজনে ২জানুয়ারি শনিবার দিনাজপুর শহরের শিশুপার্কে অবস্থিত রোলার স্কেটিং গ্রাউন্ডে কেক কেটে দিবসটি পালন করা হয়।
১৯৯০ সালের ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়।
৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম সহ দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।