মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি॥ ইসলাম উৎসাহ প্রদান করেছে, একে অন্যের সুখে-দুঃখে শামিল হওয়ার জন্য। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত; তিনি বলেন রাসূল (সাঃ)'কে কেউ জিজ্ঞাস করলো যে, উত্তম আমল কোনটি? রাসূল (সাঃ) বললেন; তোমার মুসলিম ভাইয়ের আনন্দে শরীক হও, তার ঋণ পরিশোধ কর, তাকে খানা খাওয়াও। রাসূল (সাঃ) আরো বলেছেন, যে ব্যক্তি অন্যের প্রয়োজনে এগিয়ে আসবে, আল্লাহ তা'আলা ও তার প্রয়োজনের সময় এগিয়ে আসবেন। রাসূল (সাঃ) আরো বলেন; আল্লাহ তা'আলার নিকট ঐ ব্যক্তি প্রিয়, যে মানুষের উপকার করে। হাদীসে স্পষ্ট উল্লেখ আছে যে, এতিমের লালন-পালন এটি একটি মহত কাজ। আসুন আমরা সবাই এতিমের হক আদায় করি।
গত শুক্রবার রাতে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মাড়গ্রাম জামে মসজিদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
মাড়গ্রাম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মাওঃ মো. রহমত আলীর সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার মারকাযুল উলূম আল ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মাওঃ মুফতি হাসান আহমদ শাকিব কাসেমী, দ্বিতীয় বক্তা সৈয়দপুর দারুল হেদায়া কওমী মাদরাসার পরিচারক মাওঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার মো. ইদ্রিস আলী, পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাতলুবুল মামুন, দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম, শংকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।