ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:নাগরপুরে হাজী কল্যাণ মজলিশ,নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে পাঁচ(৫)তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার, ১৪জানুয়ারি ২০২১ খ্রি.নাগরপুর বাজার জামে মসজিদ সংলগ্নে বাদ আসর হইতে নাগরপুরের বিশিষ্ট আলেম ও নাগরপুর হাজী কল্যান মজলিশ এর সভাপতি আলহাজ্ব হযরত মাও.মো.আলী আকবার দা.বা সাহেবের সভাপতিত্বে ও নাগরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাও.মো.রফিকুল ইসলাম আমিনী দা.বা সাহেবের পরিচালনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হয়রত মাও.মো.হেদায়েত উল্লাহ নোমানী (দা.বা)সাহেব,অধ্যক্ষ, আজিজিয়া মাদ্রাসা,সাভার,ঢাকা।
ওয়াজ মাহফিলে উপস্হিতি ছিলেন নাগরপুর উপজেলা হাজী কল্যাণ পরিষদের সকল পর্যায়ের নেত্ববৃন্দ সহ নাগরপুরের ধর্মপ্রান তৌহিদী জনতা।