লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

মোঃ রাশেদুল ইসলাম রাশেদঃলালমনিরহাটের হাতীবান্ধার খানের বাজার এলাকায় ট্রাক চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।  ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।

সোমবার বিকেলে লালমনিরহাট - বুড়িমারী মহাসড়কে খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো।
খানের বাজার এলাকায় ট্রাক অতিক্রম করার চেষ্টা করলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনা স্থলে তাদের মৃত্যু ঘটে।হাতীবান্ধা থানার ওসি এরশাদূল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ