স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া-গৌরসুটির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন আমিনুর রহমান। আজ ৬ জানুয়ারি ২০২১ বুধবার বালিয়াটি কমিউনিটি ক্লিনিকের সামনে সন্ধ্যার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান , বর্তমান এমপি প্রতিনিধি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যা পদপ্রার্থী আমিনুর রহমান।
উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা নিরাপদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিয়া-গৌরসূটি ওয়ার্ডের মেম্বার শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, সাবেক মেম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম, প্রভাষক মহসীন আলী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, আ'লীগ নেতা মহর আলী, এমপি প্রতিনিধি আশরাফুল ইসলাম ময়না,আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা সেরমত আলী,হযরত আলী,সাবেক মেম্বর ইউসুফ আলী, মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী,আ'লীগ নেতা ইমাম উল হক, ছাত্রলীগ নেতা আবুল ফজল বাবু, শামীম হোসেন সহ তিন শতাধিক নেতাকর্মী।