পটিয়ায় বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের এমপি'র ৭৩তম জন্মদিন পালন

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি'র ৭৩তম জন্মদিন পালন করেছে দক্ষিণ জেলা জাতীয় পার্টি। ২৪ ফেব্রুয়ারী সন্ধায় পটিয়া দলীয় কার্য়লয়ে কেক কেটে জিএম কাদের জন্মদিন উদযাপন করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস  চেয়ারম্যান ও দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাস্টার। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জাতীয় পার্টি সভাপতি রফিক আহমদ চেয়ারম্যান, সাবেক কমিশনার নুরুল ইসলাম, আবুল হোসেন মেম্বার,  

কাজী খোরশেদ আলম, পৌর সহ সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক মোস্তাক আহমদ, বদিউল আলম প্রবাসী, ডাঃ খোরশেদ আলম,  দিলীপ ঘোষ মেম্বার,জাহাঙ্গীর মেম্বার, দুলা মিয়া মেম্বার, ইকবাল মেম্বার, এন এম জসিম উদ্দিন, জসিম উদ্দিন বাবর, নুরুচ্ছফা, ইয়াসিন খান,  নাজিম উদ্দীন মজুমদার, দিদারুল আলম, জালাল,হারুন, নুরুল ইসলাম গান্ধী, রঞ্জন ধর, বিকাশ মিএ, রতন শীল, টিটন দে,  ছৈয়দুল আরেফীন প্রান্ত,ফজলুল, সিদ্দীক,কবির চৌধুরী, রবিউল হাসান  প্রমুখ। অনুষ্ঠানে জিএম কাদেরর দীঘআয়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ