ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ খ্রি. রবিবার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে সকাল ৮.০০ টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অত্র বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,সহকারি শিক্ষক আবুল বাশার,জাহাংগীর আলম,রাখাল চন্দ্র,মাওলানা আ.হাকিম,শারমিন আক্তার,দেলোয়ার হোসেন,মো.মাসুম,সন্জয় কুমার বিশ্বাস,আ.ওহাব,
এম.এ.মান্নান প্রমুখ।
এর আগে দিনের প্রথম প্রহরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান এর নেতৃত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।