ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:মানবতার সংগঠন যুব খান ফাউন্ডেশন(জেকেএফ) এর উদ্যোগে সরাইলে সৃর্যকান্দী আবু হুরায়রা(রা.) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পেল পবিত্র আল কুরআন।
আজ রবিবার,২১ ফেব্রুয়ারী ২০২১ খ্রি. সকালে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন এর সূর্যকান্দী আবু হুরায়রা রাঃ মাদ্রাসার প্রাঙ্গণে "যুব খান ফাউন্ডেশন" উদ্দ্যোগে"জেকেএফ সু-শিক্ষার বন্ধু" প্রজেক্ট এর মাধ্যমে হেফজ বিভাগ খোলার প্রাককালে ২৬ খানা পবিত্র কোরআন শরীফ বিতরণের আয়োজন করা হয়।
পাশাপাশি সকল ভাষা শহীদ ও জেকেএফ এর সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান এবং ফাউন্ডেশন এর সিনিয়র কর্নধার উপদেষ্টা মোঃ নাজিম খান, হাফেজ মোঃ জিয়াউর রহমান খান, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাগীর মৃধা, মাওলানা ইউসুফ আকরাম, মাওলানা হাদিসুর রহমান, মোঃ রাফচান সহ মাদ্রাসার শিক্ষার্থী।
উল্লেখ্য, "যুব খান ফাউন্ডেশন" প্রতি বছর এ কার্যক্রম করে থাকে।এ আয়োজনের জন্য প্রতিষ্ঠাতা "জেকেএফ " এর সকল সদস্যদের ধন্যবাদ জানান বিশেষ করে ডাঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নুরুল আবসার, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এম.এ.মান্নান সাহেব কে কারন তারা জেকেএফ কে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে।