চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার মর্জাদ বাওড়ের মৎস আহরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় বাওড় ব্যবস্থাপকের কার্যলয় প্রাঙ্গনে বিল,বাওড়(রাজস্ব) মৎস উন্নয়ন প্রকল্প, যশোর এর পরিচালক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর -২) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. ডাঃ মোঃ নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, এমপি পত্নী প্রফেসর ডাঃ রওশনারা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এনামুল হক, চৌগাছা উপজেলা ভূমি কর্মকর্তা নারায়ণ চন্দ্র, চৌগাছা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান জনাব মেহেদী মাসুদ চৌধুরী, জেলা পরিষদ এর সদস্য হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব সেলিম রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাসেম আলী, চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল,মিনহাজুর রহমান জিসাদ সহ মর্জাদ বাওড় মৎস সমবায় সমিতির সদস্যবৃন্দ, মৎস বিভাগের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।