আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার লক্ষীদাড়ী সিমান্ত থেকে ১কোটি ৮৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১৪৮ পিচ ডায়মন্ডের আংটিসহ ১ নারীকে আটক করেছে বিজিবি। এঘটনায় রেবেকা বেগম ৪২) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। সোমবার সকাল ৮ টার দিকে বিজিবির নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে ডামমন্ডসহ মহিলা পাচারচক্রের সদস্যকে আটক করে। সোমবার সন্ধ্যায় বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল মাহমুদ পিএসসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান আটকৃত রেবেকা বেগম ভোমরার লক্ষীদাঁড়ী গ্রামের সাহেব আলীর স্ত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।