ঝালকাঠিতে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ নাঈম হাসান  স্টাফ রিপোর্টারঃ
যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব হলরুমে যুগান্তর স্বজন সমাবেশ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, সংবাদপত্র পরিষদ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিউর রহমান জলিল, যুগান্তর  প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারন সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার। যুগান্তর স্বজন সমাবেশ সভাপতি সাইদুর রহমান রিপন এতে সভাপতিত্ব করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ