পটিয়া পৌর ৪ নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান এম এ আবছার

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ আগামী ১৪  ফেব্রুয়ারী ২০২১ ইং পটিয়া  পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক  উট পাখি প্রতীক নিয়ে  কাউন্সিলর প্রার্থী হয়েছেন আলহাজ্ব এম এ আবছার( বিএ)।  তিনি গত কয়েকদিন যাবত গণসংযোগ করেন উট পাখি প্রতীকে ভোট প্রার্থনা করে অবিরাম মানুষের ঘরে ঘরে ছুটে চলেছেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সাথে করে পটিয়া   পৌরসভার ৪  নং ওয়ার্ডকে একটি মডেল ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ৪  ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন এবং উট পাখি  প্রতীকে ভোট চেয়েছেন। 
তিনি ৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ৪ নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকা  সমাজসেবক এম এ  আবছার।  ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী  এম এ  আবছার বলেন, করোনাকালীন সময়ে আমি জনসচেতনতায় কাজ করাসহ আমার ওয়ার্ডের কমপক্ষে (২৫০-৩০০) পরিবারের নিকট ত্রাণ পৌঁছে দিয়েছি। আমি ৫০ জন রিক্সাচালককে নগদ টাকা দিয়েছি। আমার সাধ্যমত আমার ওয়ার্ডবাসীকে সহায়তা করার চেষ্টা করেছি এবং আগামীতে করব। 
আমি এলাকার  ব্যাপক উন্নয়ন ভুমিকা রাখতে চাই।  আমি নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করব। ৪ নং  মডেল আদর্শ ওয়ার্ডকে  উন্নয়ন কাজ এগিয়ে নিতে 
দল-মত নির্বিশেষে   একটি সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলব । এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ ও সড়কের বাতিসহ এলাকার উন্নয়ন করব। সুবিধাবঞ্চিত গরীব-অসহায় এর নিকট সরকারী সুযোগ-সুবিধা দোড়গোড়ায় পৌঁছে দেব । এজন্য আমি ৪ নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া ও সমর্থন উট পাখি মার্কায় ভোট  চান। গনসংযোগকালে তার সাথে এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ