আফজাল হোসেন চাঁদ : শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে প্রোগ্রাম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে প্রোগ্রাম অবহিতকরণ সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের বাস্তবায়ন করা হয়। যশোরের দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়ন সহায়ক সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন যশোরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র সহকারী পরিচালক মহম্মদ বজলুর রশিদ, দিশা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোঃ যুবায়ের হাসান, ডেপুটি ম্যানেজার মনিটরিং মোঃ আমিনুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, সাংবাদিক আফজাল হোসনে চাঁদ প্রমুখ।