আফজাল হোসেন চাঁদ : ভাল ফুলের ভাল দেশ, গড়বো মোরা বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ফুলের রাজ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে জনসমাগমে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে ফুল চাষী, ফুল ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পানিসারা-হাড়িয়া মোড়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের মতন করে নিজের জীবনকে সাজাতে হবে হবে। ফুলের রাজ্যের মান রাখতে উপজেলা পরিষদের পক্ষে সর্বাধিক প্রচেষ্টা পরিচালনা করা হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, সাংবাদিক আফজাল হোসনে চাঁদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির নির্বাহী সদস্য মীর বাবর জান বরুন, সদস্য শাহিন, বিল্লাল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সদস্য মীর ফারুক আহমেদ।