তাহিরপুর প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

আবু সায়েম সুনামগঞ্জ প্রতিনিধিঃ আজ কোভিড -১৯ ভ্যাকসিন সারাদেশে উদ্ব্যোদন কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা তাহিরপুর  উপজেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল কোভিড-১৯  করোনা মহামারি ভাইরাসের টিকা তাহিরপুর উপজেলার মধ্যে সর্বপ্রথম টিকা গ্রহন করেছেন তিনি। 

তিনি বলেন বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে এই ভ্যাকসিন আমাদের মধ্যে নিয়ে এসেছেন।আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন এই টিকা নিরাপদ। মানুষকে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ করছেন।।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ
নামহীন
৭ ফেব্রুয়ারী, ২০২১ এ ৭:৩২ PM

https://www.vecteezy.com/vector-art/109281-vector-ramadhan-background

জবাব
avatar