সারা দেশের ন্যায় চৌগাছায় করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন


চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ সারা দেশব্যাপী দুই সপ্তাহ ব্যাপী করোনা ভাইরাস এর টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ। যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস এর  টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার সকাল দশ ঘটিকায়।   চৌগাছা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলার নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন প্রথম দিনে ৫০ জনকে করোনার টিকা দেওয়া হবে। আমরা যে পরিমাণ ডোজ টিকা পেয়েছি প্রথম পর্যায়ে উপজেলার ৪ হাজার ব্যক্তিকে এই টিকা দেয়া হবে, প্রথম ডোজ টিকা নেওয়ার পর ২য় ডোজ এক মাস পরে দেওয়া হবে। 
 টিকা প্রদানের পর প্রায় আধঘন্টা করে অবজারভেশনে রাখা হয় টিকা গ্রহনকারীদের। তবে আজ টিকা গ্রহনকারীদের মধ্যে কোন রকম উপসর্গ দেখা যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। যারা টিকা নেয়ার তালিকায় আছেন কিন্তু এখনও রেজিষ্ট্রেশন করেন নি তাদের দ্রুত রেজিষ্ট্রেশন করার আহবান জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার।
এ সময় করোনা মহামারি প্রতিরোধের টিকা প্রদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল কে আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ