দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তাফসিরুল কুরআন মাহফিল

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি :টাংগাইলের  নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের উদ্যোগে ও দুয়াজানী কলেজ পাড়ার জনগনের সার্বিক সহযোগিতায় দুই(২) দিন ব্যাপি সপ্তম(৭) বার্ষিকী আগামী ২৫ ও ২৬ ফেব্রুআরি ২০২১ খ্রি.রোজ বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আসর হইতে দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ প্রাংগনে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা,দুয়াজানী কলেজ পাড়া সামাজিক কমিটির উপদেষ্টা জ্বনাব মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রথম দিনঃ
প্রধান মেহমান হিসাবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির কুরআন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ-ইত্তেহাদুল ওয়াজিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি নাছির আল হাদী (দা.বা)।

বিশেষ মেহমান হিসাবে তাফসির পেশ করবেন মুফতি আসআদ জামিল (দা.বা)।
আলহাজ্ব হযরত মাও.মো.রফিকুল ইসলাম আমিনী (দা.বা)।

দ্বিতীয় দিনঃ
প্রধান মেহমান হিসাবে তাফসির পেশ করবেন-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, মোফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,ইয়াকুব আলী, কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাও.আনোয়ারুল ইসলাম জিহাদী (দা.বা)।

বিশেষ মেহমান হিসাবে তাফসির পেশ করবেন-

হযরত মাও মুফতি মো.আরিফুল ইসলাম আরেফী (দা.বা)।
আলহাজ্ব হযরত মাও.মো.আলী আকবর সাহেব (দা.বা)।

দুই দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল পরিচালনা করবেন-
আলহাজ্ব হযরত মাও.মো.রফিকুল ইসলাম সাহেব-খতিব,দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ।

হাফেজ মো.মাসুম বিল্লাহ আল মাফী-পেশ ইমাম,দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ।

 উক্ত মাহফিলে যিকিরের সাথে ও স্বাস্হবিধি মেনে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবী হাসিল করুন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ