আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়ীবঁাধ পরিদর্শন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এসময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলার ১৪ ও ১৫ নং পোল্ডারে মেঘা প্রকল্পের মাধ্যমে টেকসই বাঁধের কাজ হবে, চলতি মাসেই সেটি একনেকে পাশ হবে। সরকারিভাবে আপাতাত আশাশুনিতে টেকসই বেড়ীবঁাধের কার্যক্রম হাতে নেয়া হয়নি। ১ম দিন প্রতাপনগর ও ২য় দিন রবিবার সকালে আশাশুনির হাজরাখালীতে বঁাধের কাজের অগ্রগতি ও ভাঙ্গনকৃত প্লাবিত এলাকার মানুষের খোঁজ খবর নিতে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) ড. মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রাফিউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, আশাশুনি ইউএনও মীর আলিফ রেজা, পাউবো'র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মন্ত্রী ত্রিমহনীর কোলা বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।