টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রিমন আকন্দ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রিমন ভূঞাপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাছেদ আকন্দের ছেলে ও টাঙ্গাইলের হ্যাবিট কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) রাতে ভুঞাপুর পৌরসভার পলিশা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে রিমন মোটরসাইকেল নিয়ে ভূঞাপুরের দিকে আসার সময় ভূঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় আসলে বিপরীতগামী একটা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের ফুফাতো ভাই রেজাইল করিম উজ্জল বলেন, গুরুতর আহতবস্থায় রিমনকে প্রথমে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।