নওগাঁর পোরশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু


মোঃ ফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরো:নওগাঁর পোরশার তেলিপাড়া ঠাকুরনতনি বাঁকে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সুমন ২০ নামে এক কলেজ ছাত্রের মৃত্যু।  মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার তেলিপাড়া ঠাকুরনতলীতে এ দূর্ঘটনাটি ঘটে। সুমন  নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুমন মোটরসাইকেল নিয়ে উপজেলার নোচনাহার ছাতনতলী বাজারে যায়। বাজারের কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন। পথেরমধ্যে তেলিপাড়া ঠাকুরনতলী এলাকার রাস্তার বাঁকে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ শফিউল আজম খান নিজের মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ