স্টাফ রিপোর্টার: গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার গাজীর পিতার মৃত্যুতে আমিনুর রহমান এর শোক প্রকাশ। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী (৭৫) বার্ধক্যজনিত কারণে আজ (১৩ ইং মার্চ) শনিবার সন্ধ্যার সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায় দীর্ঘদিন অ্যাজমা জনিত রোগে ভুগছিলেন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা। আজ শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে গেলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পৌঁছালে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তিনি অত্র ইউনিয়ন যুবলীগের নেতা আনোয়ার গাজীর পিতা। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী ,চার ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বর্তমান এমপি প্রতিনিধি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান।