কুলাউড়া থানার ৬ পুলিশ কর্মকর্তার অন্যত্র বদলী হওয়ায় বিদায়ী সংর্বধনা

মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ কুলাউড়া থানার ৬ পুলিশ কর্মকর্তার বদলী উপলক্ষে ২ মার্চ মঙ্গলবার রাতে কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।কুলাউড়া থানা ভবনে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় তাঁর বক্তব্যে কুলাউড়া থানায় দায়িত্বকালীন সময়ে তাদের কাজের দক্ষতার প্রশংসা করে পরবর্তী কর্মস্থলে তারা আরও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে জনগণকে পুলিশি সেবা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

কুলাউড়া থানার বিদায়ী ৬ কর্মকর্তার মধ্যে এসআই কানাই লাল চক্রবর্তী, এসআই মো. সোহানুর রহমান, এসআই মো. আবুল বাশার, এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. এরশাদ আলীকে সুনামগঞ্জ জেলায় এবং এসআই সনক কান্তি দাসকে হবিগঞ্জ জেলায় বদলী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ