ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উন্নয়ন মেলার পরিসমাপ্ত

আফজাল হোসেন চাঁদ : বাংলাদেশের এক অনন্য অর্জন "স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে, বিভিন্ন আয়োজনে দুই দিনের উন্নয়ন মেলা ২০২১ এর পরিসমাপ্তি ঘটেছে। কর্মসূচীর অংশ হিসাবে বর্ণাঢ্য র‌্যালি ও শোভা যাত্রা, আলোচনা সভা, স্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নয়ন মেলায় শনিবার ও রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সঞ্চালনার মধ্যদিয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজলো রিসোর্স সেন্টারের ইনস্টক্টের নাজননি নাহার, উপজলো জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ আরো অনেকে। উল্লেখ্য   অনুষ্ঠানের পরিসমাপ্তির দিনে এবারের উন্নয়ন মেলায় ৩৭টি স্টলের মধ্যে ১ম হয়েছে উপজেলা কৃষি অফিস, সমন্যে ২য় হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইউআরসি এবং পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, ৩য় হয়েছে উপজেলা পরিষদ ও নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা তথ্য আপা অফিস, সান্তনা পুরস্কার পেয়েছে ঝিকরগাছা থানা, উপজেলা সমবায় অফিস।  

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ