মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের মৃত নায়েব আলী ফকিরের প্রতিবন্ধী ছেলে মো:বাবর ফকির (৪৫) তার বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুরা শরীর ঝলসে বিকৃত হয়ে মারা গেছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে স্বজনদের সাথে কথা বলে জানা যায় ১৯ মার্চ শুক্রবার ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটের দিকে এই আগুন লাগার সূত্রপাত টি ঘটে। ওই বাড়ির লোক মন্তব্য করে বলেন যে মুলত মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার স্টেশন অফিসার মো: মাসুদ রানা বলেন ভোর ৪টা৩০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে ওই ঘরে থাকা এক জন মানুষ পুড়ে মারা যায়। এই পরিবারের দুই থেকে আড়াই লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।