স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তরুন রাজনীতিনীদ, সাবেক ছাত্রদলের আহবায়ক রংপুর মহানগর, কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সাবেক চেয়ারম্যান, উলিপুর উপজেলার উপদেষ্টা মন্ডলির সদস্য এবং পান্ডুল ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক জনাব মোঃ তাজমুল হুদা সুৃমন।
এই ছাত্রনেতাকে নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে, কর্মীবান্ধব নেতা হিসেবে কর্মীদের কাছে ব্যাপক সুনাম রয়েছে।
৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করলে পান্ডুল ইউনিয়নের যুবদল ও ছাত্রদল ঘুড়ে দাড়াতে শুরু করবে। আসন্ন পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে জনাব মোঃ তাজমুল হুদা সুমনকে সর্ব স্তরের জনগন চায়।
তৃনমুলের সর্বস্তরের মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা দেখা যায়, পান্ডুল ইউনিয়নের সম্রান্ত পরিবারের ছেলে সাবেক ছাত্রনেতা, তাজমুল হুদা সুমনকে নিয়ে ইউনিয়নবাসী পরিবর্তনের স্বপ্ন দেখে। তৃনমূল নেতাকর্মীরা মনে করেন তাদের সুখে দুঃখে পাশে থাকা নেতাকে মনোনয়ন দিলে দল উপকৃত হবে।