মোঃ ইকরামুল করিম, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা পাঁচ পুকুর সংলগ্ন পুরন্দপুর মেইন সড়কে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় একজন ব্রাক কর্মকর্তা (৪০) প্রাণ হারিয়েছেন।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান হারিয়েছে মোটরসাইকেল আরোহী।
নিহত মোটরসাইকেল আরোহী ঝিকরগাছা হাজেরালী ব্রাক অফিসের কর্মকর্তা, সাতক্ষীরা কলারোয়ার বাসিন্দা , তিনি সন্ধ্যার পর পুরন্দপুর গ্রাম থেকে কাজ শেষ করে ফেরার পথে এক দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেই স্থানেই মারা যান তিনি। এসময় ট্রাক চালক দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।