রাজাপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর থানা গেটের সামনে ২৫ মার্চ বৃহস্পতিবার সকালে থানার সামনে রাজাপুর হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ও পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সুনামগঞ্জের শাল্লা উপজেলাসহ সারাদেশে সংখ্যা লঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এক মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি শ্রী জয়রাম তেওয়ারির সভাপতিত্বে সকল বক্তারা সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু বাড়িতে হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদেরকে আইনের অওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। আনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার,প্রাণ বল্লপ শাহা, গোপাল চন্দ্র সর্ণকার, নিত্যানন্দন শাহা,অনিল শীল,রতন দেবনাথ ও নেপাল দেবনাথ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ