তানজিম, স্পোর্টস রিপোর্টারঃ সাকিবের সমার্থক শব্দ যেন বিতর্ক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর ইনজুরি'র কারণে খেলতে পারেনি পুরো সিরিজে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডে সফরে যাননি সাকিব। আগামী মাসে শ্রীলংকা সফর করবে বাংলাদেশ। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সে সিরিজেও সাকিবকে পাবে না টিম বাংলাদেশ। এসব অবশ্য পুরোনো খবর। কয়েক দিন একটি অনলাইন পোর্টালকে দেয়া একটি ইন্টারভিউকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিতর্কে সঙ্গী করে আজ ৩৪ জন্মদিন পালন করছেন সাকিব আল হাসান। ১৯৮৭ সালের আজকের দিন মাগুরায় জন্ম গ্রহন করেন বিশ্ব ক্রিকেটের এই মহাতারকা।
এই বিশেষ দিন সাকিবকে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেট সংগঠক, ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেটার, ক্রিকেট ভক্তরা বাদ জাননি সাকিব আল হাসানের সহধর্মিণী শিশিরও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি লিখেন, "আমার প্রিয় স্বামী, আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনও ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।"
