স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশাশুনি চলমান সংঘের প্রস্তুতিমূলক সভা

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশাশুনি চলমান সংঘের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘের নিজস্ব কার্যালয়ে চলমান সংঘের সভাপতি মোঃ মহিতুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। চলমান সংঘের সাধারণ সম্পাদক আবদুস সামাদ বাচ্চু'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ সভাপতি আনিসুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক দিপন কুমার মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক আব্দুল আলিম,সদস্য রবিউল ইসলাম। সভায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ