আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে বিকাশে প্রতারণার শিকার হয়েছেন মোছা. মাইফুনা আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূর ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় প্রতারকরা।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাইফুনা পৌরশহরের সাতুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি গাগলাজুর গ্রামের সোহেল রানার স্ত্রী। স্বামী সোহেল রানা ঢাকায় সিএনজি চালায় বলে জানা গেছে।
মাইফুনা জানায়, 'ওইদিন আমার মোবাইলে ০১৮৬৩৮১৬০৯৪,০১৭৫০৬৮৩৬৫১ নাম্বার থেকে কল করে এক ব্যক্তি নিজেকে বিকাশ প্রতিনিধি পরিচয় দিয়ে বলে আপনার বিকাশে ব্যালেন্স অনেক কম। তাই একাউন্ট বন্ধ হয়ে যাবে, এমন ভয় দেখায়। একাউন্টটি সচল রাখতে যত বেশি সম্ভব টাকা ক্যাশ ইন করার পরামর্শ দেয়। সেইসাথে একটি কোড নাম্বার পাঠিয়ে সেটি তাকে দিতে বলে। ওই কোড নাম্বারটি তাকে দেই।'
'পরে বাসা থেকে বের হয়ে উপজেলা গেইটের কাছে একটি দোকানে গিয়ে ওদের দেওয়া ০১৬২৬৮৮২৫৫৫ ও ০১৮৬৩৮১৫৭৫৪ নাম্বারে বিকাশ করে ৫০ হাজার টাকা পাঠাই। টাকা পাঠানোর পর পরই ওই নাম্বারটি বন্ধ হয়ে যায়। শত চেষ্টা করেও তাদের সাথে আর যোগাযোগ করা যায়নি। এসময় বুঝি আমি প্রতারণার শিকার হয়েছি।'
এ বিষয়ে দোকানি বজলুর রহমান জানান, ওই নারী নিজের বিকাশ নাম্বারেই টাকা ক্যাশ ইন করেছিল বলে বিষয়টি প্রথমে বুঝা যায়নি। পরে জানতে পারলাম তিনি প্রতারণার শিকার হয়েছেন।