পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়ন খাইরুল্লাহ সওদাগরের বাড়িতে আদালতে নির্দেশে স্থানীয় চেয়ারম্যানের গ্রাম শালিশ অমান্য করায় মরহুম সেকান্দর আলীর ছেলে মোঃ আজগর আলী বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারী ২১ ইং ঐ এলাকার মোঃ শফি, মোঃ শের আলী,মোঃ আলমগীরের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, ২৯ জানুয়ারি ১৭ সালে প্রতিপক্ষরা আজগর আলী পিতার রুপণকৃত তাদের পৈতৃক ভিটার মধ্যে একটি ফুল কড়ই গাছ কেটে ফেলে। এ নিয়ে আজগর আলী পিতা ঐ সময় প্রতিবাদ করে পটিয়া থানায় তিনজনকে বিবাদী এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ে করে। অভিযোগের প্রেক্ষিতে
পটিয়া থানার পুলিশ নন এফ আই আর প্রসিকিউশন দাখিল করে আদালতে। আদালত থেকে বিবাদীগন জামিনে হওয়ার পর পরবর্তীতে বিবাদী বিরুদ্ধে চার্জ গঠন পুর্বক মামলার বিচার কাজ নিস্পক্তির জন্য কোলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গ্রাম আদালতে প্রেরণ করে। চেয়ারম্যান বিষয়টি নিস্পক্তির জন্য উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্বাক্ষী মাধ্যমে বিবাদীগন'কে দোষি প্রমাণ পায় এতে চেয়ারম্যান আহমদ নুর বিবাদীদের ক্ষতিপুরণ বাবদ ২০ হাজার টাকা জরিমানা টাকা বাদীকে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষরা উক্ত টাকা আজ নয় কাল দেবে বলে সময় ক্ষেপন করতে থাকে। যার ফলে ন্যায় বিচার প্রার্থনা করে মোঃ আজগর আলী বাদী হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন।