আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোরের শার্শা উপজেলার নাড়ী পুকুর এবং বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে পুলিশের অভিযানে ৮০বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
( ১১ই মার্চ) বৃহস্পতিবার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন শার্শা থানার নাড়ী পুকুর এবং বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে পৃথক অভিযানে ৮০বোতল ফেন্সিডিলসহ শাহানারা খাতুন( ৩৫),কে ৫০ বোতল ফেন্সিডিল এবং শিরিনা আক্তার খুশিকে ৩০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।
আটককৃত শাহানারা খাতুন (৩৫), শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী এবং শিরিনা আক্তার (খুশি) বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী ও আনিছুর রহমানের মেয়ে। উল্লেখ্য যে ইতোপুর্বে গ্রেফতারকৃত শিরিন আক্তার খুশির বিরুদ্ধে ৬ টি মাদক মামলা আছে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।