মোঃ রবিউল হোসাইন সবুজ,লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লা লাকসামে দিনভর অভিযান চালিয়ে কয়েকটি ব্র্যান্ডের বিদেশি মদ, বিয়ার, গাঁজা ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালায় লাকসাম থানা পুলিশ।
জানা গেছে, ওইদিন সকালে পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকায় রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে বিয়ারসহ আটক করে পুলিশ। পরে তার সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে কয়েকটি ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশী মদ, ১৭টি বিয়ার, ১ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ও ২টি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- পশ্চিমগাঁও সাহাপাড়া এলাকার মৃত বাবুল সাহার ছেলে শিমুল সাহা (২৭), উত্তম ঘোস্বামীর ছেলে উৎপল গোস্বামী (২৫), চিত্ত দেবনাথের ছেলে সবুজ দেবনাথ (২৫), একই এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ রাসেল (৩৯)। অপরদিকে, সন্ধ্যায় হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ পৌরসভার গাজীমুড়া গ্রামের মসজিদবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন অনিক (২২) ও একই গ্রামের স্কুল এলাকার জাকির হোসেন বাবুলের ছেলে সাখাওয়াত হোসেন রিয়াজকে (২৮) আটক করা হয়।
কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল) মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন, লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন, ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, এসআই সাইদুল ইসলাম, আমিরুল ইসলাম, ওমর ফারুক, এসআই জাকির হোসেন, আব্দুর রহমান।
পুলিশ জানায় মাদক বিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।