মোঃ শাকিল আহমেদ, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুখুরিয়া কোদালিয়া মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন বুথে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে আবু দাউদ সরকার ও সাধারন সম্পাদক পদে জাকির হোসেন বিজয়ী হন।
এদিকে কাউন্সিলের প্রথম অধিবেশনে ইউনিয়ন আ'লীগের সভাপতি আবদুর রউফ সিরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুম সিকদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু নজির মিয়া, সাধারন সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্মসম্পাদক তাজ উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।