২৫মার্চ কালরাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রনেতা রিয়াদের নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন

রামু প্রতিনিধি: ২৫ মার্চ পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।পাকিস্তানিরা ভেবেছিলো জাতির মেধাবীদের হত্যা করলে বাংলাদেশকে পরিপূর্ণভাবে হত্যা করা যাবে।সেই মহান ব্যক্তিদের স্বরনে কক্সবাজার -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষ থেকে,রামু উপজেলা ছাত্রলীগনেতা এনামুল হোসাইনের নেতৃত্বে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন রামু উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন, রামু উপজেলা ছাত্রলীগ নেতা অনিক চৌধুরী, সাকিল বিন হোসাইন, জয়ন্ত, নূর আফতাব মাসুদ, নুরুল কবির আশিক,আনোয়ার হোসেন,মোহাম্মদ মনছুর, ইরতিশাম আবরারুল রাগীব, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড রামু উপজেলা সভাপতি মূসা বিন শামসেদ,সাধারণ সম্পাদক শিমুল দে সহ প্রমুখ।

এসময় একমিনিট নিরবতা পালনের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু করেন রামু উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ জানান,প্রতিবছরের ন্যায় এবছরও আমরা মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।যারা ২৫মার্চ কালরাতের সৃষ্টি করেছিলো তারা এই বাংলাদেশ চাইনি।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে এই বাংলার কাঠামোকে বিনষ্ট করতে চেয়েছিলো তারা।জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ