আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, কেক কেটে ও চিত্রঅঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে কর্মসুচি উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেন কেক কেটে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদা খাতুন, সহকারি শিক্ষিকা সাবেরা সুলতানা, কামরুননাহার, মোছাঃ পাপিয়া খাতুন, ইয়াসমিন আক্তার, হাফিজুল ইসলাম, গোলাম কিবরিয়া ও মোঃ আব্দুল্লাহসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।