স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি গ্রহন

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ করোনার প্রভাব দিন দিন বাড়ার  ফলে নানান উদ্দোগ ও কর্মসূচি গ্রহন করে করমদি সেচ্ছাসেবী সংগঠন। মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের সেচ্ছাসেবী সংগঠনের  পক্ষ থেকে  আজ বুধবার বিকেলে  করমদি কাঁচা বাজারে স্বেচ্ছাসেবীদের পক্ষ  থেকে বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্য সচেতনতা প্রচারণা ও মাক্স বিতরণ করা হয়। 

মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করমদি স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টামন্ডলী ও এর সদস্যবৃন্দ।এ সময় তারা সাধারণ জনগনের  মাঝে করোনা সচেতনতামূলক প্রচারনা ও  মাক্স বিতরণ করে।

সংগঠের পক্ষ থেকে বলা হয় করোনার প্রকোপ বাড়তে থাকায় আমাদের সংগঠন  থেকে নানা উদ্যোগ ও  কর্মসূচি  গ্রহন করা হয়েছে। এরই  অংশ হিসাবে আজ বুধবার বিকেলে করমদি বাজারে সাধারণ  জনগন ও ব্যাবসায়ীদের মাঋে সচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরন করা হয়। তারা আমাদের আরও জানান করমদি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে বলে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ
২৯ এপ্রিল, ২০২১ এ ১০:১৪ AM

করোনা মহামারী মোকাবেলায় উত্তম হাতিয়ার হলো জনসচেতনতা। জনসচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টায় পারে করোনার আগ্রাসন ঠেকাতে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে করমদি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ করমদি হাট এ ফ্রী ক্যাম্পেইন এবং মাস্ক বিতরণ করেছে করমদি স্বেচ্ছাসেবী সংগঠন।

(Sorry for late post)
More than half a thousand people were present.
Without Responsar.

জবাব
avatar